সরকারি ঘর দেওয়ার কথা বলে এক বৃদ্ধা মহিলার বাড়ির জমি লিখে নেন সাবেক ইউপি চেয়ারম্যান পরে সে জায়গা দখল করতে গেলে বাঁধা দেওয়ায় বৃদ্ধা মহিলাকে মারদর করে সোমবার রাতে থানায় অবীজুগ দেন বৃদ্ধা মহিলা জানা যায় ইসরগংজ উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রামের মৃত কিতাব আলীর ইস্তি খাইরুন নেছা (৬০).১০ শতাংশ জমির ওপর বাড়িতে বসবাস করে আসছেন তার বাড়ির পাশেই সাবেক ইউপি চেয়ারম্যান সুরুজ মিঞার বাড়ি খাইরুন নেছার জমিটি জবর দখল করে ফন্দি আটকে থাকেন সুরুজ মিঞা।