বিনোদন সেক্টরে ফিল্ম, শর্টফিল্ম, নাটকে নির্মাতাদের মধ্যে সবথেকে বেশি নাম সমালোচনায় আসেন কাজল আরেফিন অমি, মাবরুর রশিদ বান্নাহ, তপু খান ইত্যাদ। তরুণ নির্মাতাদের মধ্যে “বার্নাড এস গমেজ” অন্যতম একটি নাম যে কিনা গত দুই বছরে মানুষের মনে জায়গা করে নিয়েছে তার অন্যতম প্রজেক্ট “দান্রাভ” দিয়ে। সময়ের সাথে সাথে তার পরিচয় থেকে সরে যেতে দেখা যাচ্ছে কথাটি জনগণের, সাধারণ দর্শকের ধারণা তিনি তার ফ্যামিলির ক্রাইসিস বা জীবনকে সুন্দর মত গুছানোর উদ্দেশ্যে মিডিয়া জগত ছেড়ে একজন সাধারন মানুষের জীবন কাটানোর জন্য, এবং কিছু দর্শকদের এটা ধারণা ওনার পরিবারের আর্থিক অবস্থা ভাল না থাকায় উনি এই পথটি বেছে নিয়েছে। কথাটা কতটুকু সত্য তা জানার জন্য কিছু গোপন সোর্স থেকে খবর পাওয়া যায়। উনার চাকরিতে ঢোকা কিংবা ব্যবসার সাথে জরানো পুরোপুরি ছিল একটি মাস্টার প্ল্যানিং, 2024 সালে একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে “DARK SECRET” গোপন সূত্র ধরে এটাও জানা গিয়েছে তার হাতে কোনো প্রডিউসার না থাকায় তাঁর এই পদক্ষেপ নিতে হয়েছে দেড় বছরের মধ্যে বিশাল অংকের অ্যামাউন্ট আয় করে মাঠে নামবে শুটিংয়ের উদ্দেশ্যে। প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত না জানতে পারলেও এটা জানা গিয়েছে উনি এখন ভিন্ন ক্যাটাগরিতে চিন্তাভাবনা করছে দান্রাভ সফল হওয়ার পর। আরো বিস্তারিত জানতে সাথে থাকুন আমাদের সাথে।