কক্সবাজার শহর থেকে ৮০ কিলোমিটার দূরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মিনাবাজার। বাজারের পূর্বপাশে নাফ নদীর তীরে প্রায় সাত বছর চিংড়ি চাষ করতেন সৈয়দ আলম (৪০)। তবে তিন বছর ধরে তিনি চিংড়ি বাদ দিয়ে কাঁকড়া চাষ শুরু করেছেন।
সৈয়দ আলম বলেন, চিংড়ি চাষে ঝুঁকি বেশি। মড়ক লেগে পোনা মারা যায়। তবে কাঁকড়া চাষে এ ধরনের ঝুঁকি কম, মড়কও নেই। চাহিদা বৃদ্ধি পাওয়ায় কাঁকড়ার দামও ভালো পাওয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের টেকনাফের হ্নীলা, খারাংখালী, মিনাবাজার, মৌলভিবাজার, হোয়াইক্যং, উলুবনিয়া, উখিয়ার পালংখালী, কাটাখালী, রহমতেরবিল, আঞ্জুমানপাড়া, বালুখালীতে অন্তত ৭০০ একরে ছোট-বড় ৬০টি ঘেরে কাঁকড়া চাষ হচ্ছে। এই চাষিদের অনেকেই আগে চিংড়ি চাষ করতেন। তবে চিংড়ির চেয়ে কাঁকড়া চাষে ঝুঁকি কম ও লাভ বেশি থাকায় সৈয়দ আলমের মতো অনেক চাষি কাঁকড়া চাষে আগ্রহী হচ্ছেন।