দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনার সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৬৫ জনের। আগের দিনও করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৪৯ জনের।এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৫ হাজার ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৯১ জন।সর্বশেষ ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন তাঁরা ঢাকা, সিলেট ও রংপুরের বাসিন্দা।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।