সেনাবাহিনির পক্ষ থেকে শোক বার্তা😭
আবারো ঝরে গেল একটি প্রান 💔😭😭😭😭😭😭
অবশেষে বাদ যোহর ল্যাঃ নাঃ মোঃ ইসমাইল রাঙ্গামাটি মারিশ্যা ব্যাটালিয়নের সৈনিকের জানাযা ও দাফন সম্পূর্ণ হয়। তার নিজ জেলা ভোলা সদর, বাপ্তা ইউনিয়ন। তার ডাক নাম ছিল টিপু। তিনি মৃত্যুবরন করার আগে স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে যান। সকলেই তার রুহের মাগফিরাত কামনা করি।আমিন,
প্রিয় ভাই নাম, ইসমাইল আজ পার্বত্য এলাকা হতে ছুটি নিয়ে পরিবারের কাছে আসছিল । কিন্তু কী নির্মম নিয়তি। হঠাৎ তার আরোহী সিএনজি কে পিকআপ গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় । তার মেয়েটা খুবই বাবার ভক্ত ছিল । বাবাকে ছাড়া থাকতে পারতো না।মেয়ে বাবাকে ছেড়ে থাকতে পারে না বলেই অকালীন অবসর যাওয়ার জন্য নাকি আবেদন ও করেছিল। হে মহান সৃষ্টিকর্তা তুমি তাকে বেহেশতে নসিব কর আর বাবা পাগল মেয়েটাকে এবং পরিবারের সবাইকে শোক সইবার শক্তি দিও আমিন৷ সারা বাংলার মানুষের মাঝে বেঁচে থাকবে চির দিন 💔💔💔