Logo
শিরোনাম:
নিরাপদে চলাচলের জন্য গাজীপুরের শহরে রেলক্রসিং ফুটওভারব্রীজ,শহরের রাস্থা মেরামতের দাবিতে মানববন্ধন। গাজীপুর অপরাধমুক্ত ও বসবাসযোগ্য শহর গড়তে মতবিনিময় জিএমপি কমিশনার। গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানকে ভারতে পালানোর সময় গ্রেফতার। গাজীপুর বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন বকেয়া বেতনের দাবিতে ৬০ ঘন্টা পেরিল শ্রমিক অবরোধ। ভাওয়াল জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক এ তিন নাম্বার গেটের সামনে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ। গাজীপুরে অগ্নিকাণ্ডে স্কুল বসত ঘর পুড়ে ছাই। কক্সবাজার হোটেল থেকে যুবলীগ নেতা এসএম আলমগীর গ্রেফতার। ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় ৩১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লা আটক। গাজীপুর চৌরাস্তা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর ভেজাল মেয়াদউত্তীর্ণ খাবার এর বিরুদ্ধে মানববন্ধন।

আবারো ঝরে গেল প্রাণ।

সেনাবাহিনির পক্ষ থেকে শোক বার্তা😭
আবারো ঝরে গেল একটি প্রান 💔😭😭😭😭😭😭
অবশেষে বাদ যোহর ল্যাঃ নাঃ মোঃ ইসমাইল রাঙ্গামাটি মারিশ্যা ব্যাটালিয়নের সৈনিকের জানাযা ও দাফন সম্পূর্ণ হয়। তার নিজ জেলা ভোলা সদর, বাপ্তা ইউনিয়ন। তার ডাক নাম ছিল টিপু। তিনি মৃত্যুবরন করার আগে স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে যান। সকলেই তার রুহের মাগফিরাত কামনা করি।আমিন,

প্রিয় ভাই নাম, ইসমাইল আজ পার্বত্য এলাকা‌ হতে ছুটি‌ নিয়ে‌ পরিবারের কাছে ‌আসছিল । কিন্তু কী নির্মম নিয়তি।‌‌ হঠাৎ তার‌ আরোহী সিএনজি কে পিকআপ গাড়ী‌ চাপা‌ দিলে‌‌ ঘটনাস্থলেই মারা‌ যায় । তার মেয়েটা খুবই বাবার ভক্ত ছিল । বাবাকে ছাড়া থাকতে পারতো না।মেয়ে বাবাকে ছেড়ে থাকতে পারে না বলেই অকালীন অবসর যাওয়ার জন্য নাকি আবেদন ও করেছি‌ল। হে মহান‌ সৃষ্টিকর্তা তুমি তাকে বেহেশতে নসিব কর‌ আর‌‌ বাবা‌ পাগল‌ মেয়েটাকে‌ এবং পরিবারের সবাইকে শোক সইবার‌ শক্তি দিও আমিন৷ সারা বাংলার মানুষের মাঝে বেঁচে থাকবে চির দিন 💔💔💔


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!