যশোরে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে ভাইবোনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো যশোর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আবু হোসাইন আকাশ (১২) ও তার বোন জান্নাতুল সামিরা (৫)। তাদের বাবা মো. কবির হোসেন যশোর ক্যান্টনমেন্টের সৈনিক। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, কবির হোসেন পরিবার নিয়ে যশোর শহরের রায়পাড়া তেঁতুলতলায় বসবাস করেন। বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামে তার বাড়ি রয়েছে। সেখানে একতলা একটি বাড়ি তৈরি করেছেন তিনি। সপরিবারে তা দেখতে যান শুক্রবার।
বাড়ির ছাদে উঠে খেলা করছিল দুই ভাইবোন। এ সময় বাড়ির নিচতলায় করা একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে আকাশ বিদ্যুতায়িত হয়। সামিরা ভাইয়ের গায়ে হাত দিলে সেও বিদ্যুতায়িত হয়। পরে ঘটনাস্থলেই তারা মারা যায়।
পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।