বীর শ্রেষ্ঠ বাঙালি
————————–
মুজিব মানে বীর শ্রেষ্ঠ বাঙালির মুক্তি সেনার নাম
মুজিব মানে স্বাধীনতার গান।
মজিব মানে সেই বজ কনটের ধনী
মুজিব মানে স্বাধীনতার বাণী।
মুজিব মানে লক্ষ কোটি জনতা এক হওয়া।
মুজিব মানে স্বাধীনতার সুখ পাওয়া।
মুজিব মানে বীরের মতো দাঁড়িয়ে থাকা পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা।
মুজিব মানে দু চোখের আনন্দের বন্যা।
মুজিব মানে লক্ষ শহীদের রক্তে রজীত লাল-সবুজের রক্তিম পতাকা।
মুজিব মানে সৎ সাহস আর বীরের মতো শক্তি নিয়ে লক্ষ কোটি জনতা।
মুজিব মানে অকুতব ভরী শ্রেষ্ঠ বীর।
মুজিব মানে ন্যায় যুদ্ধ থাকবো না শিহর।
মুজিব মানে লক্ষ মায়েদের শক্তি-সাহস বল
মুজিব মানে জাগ্রত জনতার ঢল।
মুজিব মানে চুপটি করে ঘরের কোণে নয়।
মুজিব মানে মাতৃভূমি মাতৃভাষা রক্ষা থাকার জন্য জিবন দিতে হলেও যুদ্ধ করে বাঁচা।
মুজিব মানে স্বাধীনতা ভাবে বাচা।
মুজিব মানে নতুন স্বপ্ন দেখা।
মুজিব মানে সেই কাক্ষিত শুভ ক্ষণ যার পরশে সারা বাংলার ভরে গোছমন।
মুজিব মানে ক্ষুধার জ্বালায় নয় কেও হাহাকার।
মুজিব মানে পেট ভরে খেয়ে পড়ে বেঁচে থাকা সুখের জোয়ার।
মুজিব মানে ধনী-গরিবের নেই কোন ভেদাভেদ।
মুজিব মানে কাঁধে কাঁধে হাত মিলিয়ে জীবন দিয়েও রক্ষা করতে হবে দেশ।
মুজিব মানে স্বাধীনতা পাবে সবাই বাচবে স্বাধীন ভাবে।
দুঃখ-কষ্ট যাবে মুছে সুখের ছোঁয়া পাবে।
মুজিব মানেই সেই সোলোগান স্বাধীনতার বাণী স্বাধীন দেশে পেয়েছি মোরা তাকে রক্ষা করতেও মোরা হানি।
মজিব মানেই ইতিহাসের খাতায় সর্বক্ষণে লিখে যান নাম।
মুজিব মানে পৃথিবী থাকবে যতদিন বাঙালি অবনত শিরে শ্রদ্ধা ভরে দিয়ে যাবে তার ভালো বাসার দাম।