গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম(বার) আজ সকালে গাজীপুরের কালিয়াকৈরের আনসার ভিডিপি প্রশিক্ষণ একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ প্রথম ধাপ) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি এবং জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জিএমপি কমিশনার মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহাপরিচালক, আনসার ও ভিডিপি, মহাপরিচালক, বিজিবি, মহাপরিচালক, এনটিএমসি, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট, পুলিশ সুপার, গাজীপুর প্রমুখ।