গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে( ১৯) তারিক শনিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-ভার্ষিক সম্মেলন হয়। নতুন এ কমিটিতে মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডলকে ভারমুক্ত করে সাধারণ সম্পাদক করে ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল।