ভোগড়া বাইপাস মহাসড়কে মোটরসাইকেলে আগুন রাস্তা নিয়ন্ত্রণে পুলিশের সাথে জনতার ইট পাটকেল দাওয়া পাল্টা।
গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান ফায়ার সার্ভিস রোড সামনের দোকানের সুতা ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম ( ৩৮)পিতা মোঃ বাকি মন্ডল,গ্রাম শাহাদাত পুর,পোস্ট গুজি পাড়া,থানা পীরগঞ্জ জেলা রংপুর।
শনিবার রাত আনুমানিক ২ টার দিকে ভাড়াটিয়া বাড়ির বাসা থেকে রবিউল সহ আরো তিন জন কে
বাসন থানার পুলিশ আটক করে তিনজনকে ছেড়ে দেন। আর রবিউল কে চারদিন আটকে রাখেন।১৭ই মঙ্গলবার রাত দুইটায় সময় মারা গেছে বলে খবর পান আত্মীয়-স্বজন।
এই খবরকে কেন্দ্র করে গাজীপুর ভোগড়া বাইপাস ঢাকা মহাসড়কে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় ও বাইপাস টাফিক পুলিশ বক্সে ভাঙচুর করেন উত্তেজিত জনসাধারণ।