এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ রোববার (২৬ মার্চ)। ৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নিপীড়ন ও রক্তসাগর পাড়ি দেয়ার পর মেলে পরম চাওয়া স্বাধীনতার। যথাযথ মর্যাদায় সারা দেশের ন্যায় ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শাখার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অত্র শাখার সকল সদস্য প্রকৌশলী বৃন্দ। এ সময় অত্র শাখার প্রচার সম্পাদক আবু জোবায়ের মাতৃবাংলাকে বলেন,”৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ ৮৬ হাজার মা-বোনের পবিত্র আমানত সতীত্বর বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমরা যদি সমীকরণ দেখি তাহলে দেখব বাংলাদেশ পাকিস্তান থেকে শিক্ষা,অর্থনীতি সহ সকল সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। স্বাধীনতার ৫৩ বছর পর আমরা যখন উন্নত বিশ্বের স্বপ্ন দেখি তখন পাকিস্তান স্বপ্ন দেখে বাংলাদেশের মতো অর্থনৈতিক অবস্থা উন্নয়নের। স্বপ্নের দিক থেকেও পাকিস্তান আমাদের থেকে অনেক পিছিয়ে আছে”। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র শাখার সভাপতি জনাব ইফতেখার হোসেন,সাধারণ সম্পাদক জনাব এ এফ এম জাহিদ হাসান, যুগ্ম-সাধারন সম্পাদক জনাব মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল হোসেন, দপ্তর সম্পাদক জনাব মোঃ ইমরান হোসেন,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মেকলিন আজাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন,নির্বাহী সদস্য মোঃ সোহেল খান, কাউন্সিলর মোঃ নুরজামাল হোসেন,কাউন্সিলর মোঃ সোহেল সামাদ সহ অত্র শাখার সদস্য প্রকৌশলী রানা কান্ত দাশ,মোঃ শাকিল হোসেন,মোঃ জহিরুল ইসলাম, মোঃ আরিফ হোসেন,লিংকন মন্ডল, মোঃ শেখ শাদী সহ সকল সদস্য প্রকৌশলী বৃন্দ।