রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের। তবে ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
বেলা ১টার দিকে সরেজমিনে দেখা যায়, এনেক্সকো টাওয়ারের পূর্ব দিকে প্রচুর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব জায়গার পানি ছিটিয়ে যাচ্ছেন। এছাড়া এনেক্সকো ভবনের বেশ কয়েক জায়গায় এখনও আগুন জ্বলছে। ব্যাপক ধোঁয়ার কারণে ওই জায়গায় আগুন নিয়ন্ত্রণে করতে সমস্যায় পড়ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে বঙ্গবাজার মার্কেট দেখা যায়, সেখানেও ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েকটি পাইপ দিয়ে পানি ছিটিয়ে যাচ্ছেন। বঙ্গবাজারের মার্কেট থেকে কুণ্ডলী পাক খাওয়া ধোঁয়ার কারণে অন্ধকার হয়ে গেছে পুরো এলাকা। শফিকুল ইসলাম নাসে এনেক্সকো টাওয়ারের এক ব্যবসায়ী বলেন, আগে পদক্ষেপ নিলে এ টাওয়ারে আগুন লাগতই না। শুরুতে এনেক্সকো টাওয়ার গেটের ভেতর দিয়ে পানি দেওয়া দরকার ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের কিছু টিম পানি দিয়েছে বঙ্গবাজার মার্কেটে আর বাকি টিম পুলিশ হেডকোয়ার্টারে চলে গেছে। এই সুযোগে ধীরে ধীরে এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়েছে।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসকে দায় দিয়ে লাভ নেই। আমরা আমাদের মতো কাজ করছি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরে কিছুটা বেড়েছে। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে। এমনকি এনেক্সকো টাওয়ারের সামনের দিকে পুরোটাই অক্ষত আছে এবং টাওয়ারের ভেতরে আমাদের কর্মীরা আছেন। তারা ভেতর থেকে কাজ করছেন।
অগ্নিকাণ্ড – রাজধানী