দীর্ঘ ৫৬ বছরের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান সাহেব। অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে কিন্তু সকল বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হননি। গনতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সফল সংগঠক, রাজনীতি বিশ্লেষক, আইনজ্ঞ, স্হানীয় সরকার বিশেষজ্ঞ , ন্যায়পরায়ণ রাজনীতিবিদ, সমাজসেবক, ধর্মীয় বিষয়ে প্রাজ্ঞ চিন্তাশীল উদার গবেষক, অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও নীতি আদর্শের ক্ষেত্রে বঙ্গবন্ধুর একান্ত অনুগামী।