আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রথম ব্যাচের ছাত্র আজমত উল্লাহ খান। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সক্রিয় ভাবে। তরুণ বয়সে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। একটানা ১৮ বছর ছিলেন এই দায়িত্বে। ।গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিন বার।দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ
এর আগে বুধবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে শেষ দিনে গাজীপুর সিটির আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী মেয়র পদে নৌকা পেতে আওয়ামী লীগের সদর দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন।
এদিকে আজমত উল্লাহ খানকে নৌকা প্রতীকে গাজীপুর সিটি কর্পোরেশনে মনোনয়ন দেয়ায় গাজীপুরবাসী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মাতৃবাংলা অনলাইন কোটাল পএিকার চেয়ারম্যান মাহবুব আলম বলেন ,আজমত উল্লাহ খানকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো গাজীপুরবাসীর আশ্রয়স্থল আজমত উল্লাহ খান।