গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড রাজেন্দ্রপুর চৌরাস্তায়, মোঃ ফাহাদ, (১০) পিতা মোঃ ফজলুল হক, ও মোঃ এমদাদুল ইসলামকে, (১১+)পিতা মোঃ এমদাদুল ইসলাম, ( ১০ /১০/২০২৩ ইং) গত মুঙ্গলবার রাত ৯ ঘটিকা তাদের পাওয়া যায়। তারা দারুসালাম কিশন সদন উত্তর গাজীরচট এতিমখানার ছাএ। আজ বেলা ২ ঘটিকার সময় তাদেরকে দারুসালাম কিশন সদন উত্তর গাজীরচট এতিমখানার প্রধান শিক্ষক মোঃ আব্বুবকর হুজুরের কাছে বুজিয়ে দেয়া হয়।তাদের বুজিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড এর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ফজলুল হক পলান, ও আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ কফুলুদ্দীন জিহাদি, আরো উপস্থিত ছিলেন তালিমুল কুরআন নুরাণী হাফিজীয়া মাদরাসার পতিস্ঠাতা মোঃ আলীহোসেন।
মাতৃবাংলা ২৪ টিভি
গাজীপুর পতিনিধি মোঃ আলীহোসেন