নিজস্ব প্রতিনিধি:/গাজীপুর
গাজীপুর মহানগরীর বড়বাড়ি বাসস্ট্যান্ড থেকে পূর্ব পার্শ্বে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ২০২৪ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়, আরও উল্লেখ থাকে যে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি দেশের মানুষের জন্য কাজ করে, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে, অবহেলিত মানুষগুলোর পাশে সহায়তার আশ্বাস নিয়ে তাদের পাশে দাঁড়ায়, বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সারাদেশে সুনাম ছড়িয়ে পড়েছে, খুব শীঘ্রই সারা বাংলাদেশে উপ- কমিটি দেয়া হবে, এ বিষয়ে কমিটির সকলের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেছেন সংগঠনের সভাপতি গাজী মামুন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায়
গাজীপুর কাঁচামাল আরৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবাহান বলেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাজীপুরের মধ্যে সবচাইতে আলোচিত সংগঠন, এই সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি এবং দেখেছি তাদের কার্যক্রম, তাদের কার্যক্রমে আমি মুগ্ধ, তবে এমন মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছেন, তিনি আরো বলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রমে সব সময় আমি এগিয়ে এসেছি এবং আগামী দিনগুলোতে যেসব কার্যক্রম করবেন সব কার্যক্রমে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
সমাজসেবা অফিসার জোবায়ের আলম, সমাজসেবা মন্ত্রণালয়,সঞ্চালনায় ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও দৈনিক খবরপত্র পত্র পত্রিকার টঙ্গী প্রতিনিধি বশির আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম খলিল,সিনিয়র সহ-সভাপতি খোকা আমিন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান জিলানী, আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি আনিসুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল, বকুল সরকার, মোহাম্মদ ইব্রাহিম বিন ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ গাজী, মোঃ অমিত গাজী, জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের অফিস সরকারি মোঃ সোহেল, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।