Logo
শিরোনাম:
গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া বারেকের বাড়িতে এক মেয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। গাজীপুরে TradingTech Limited কর্তিক আয়োজিত একটি প্রিমিয়াম সদস্য হিসাবে সেমিনার আইটি প্রতিযোগিতা শিশু রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় টঙ্গীতে ১৮ ছিনতাইকারী গ্রেফতার। গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি নিহত স্কুলছাত্র হৃদয় ইসলামের লাশ বুধবার কবর থেকে তুলেছে পুলিশ। লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের জন্য বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহীদ তোফাজ্জল হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। তীব্র শীতে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন।

যে কোন উপায়েই হোক ৩০ জুনের মধ্যে টেসিসকে লাভে নিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিনিধ

টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) কে আগামী ৩০ শে জুনের মধ্যে লাভ জনক পর্যায়ে আনার নির্দেশনা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এ সময়ের মধ্যে আপনি আয় বাড়াবেন না হয় খরচ কমাবেন। যে কোন উপায়েই হোক ৩০ জুনের মধ্যে টেসিসকে লাভে নিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী সোমবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এর বিভিন্ন সেকশন পরিদর্শন শেষে এর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টেশিসকে হাইটেক পার্ক করে আগামী ৩০ জুনের মধ্যে লাভে আনতে হবে। তিনি বলেন, হয় আপনি আয় বাড়িয়ে লাভে নিয়ে আসবেন। না হয় আপনি ব্যয় কমিয়ে ৩০ জুনের মধ্যে এটিকে লাভের মধ্যে নিয়ে আসবেন। যে কোন একভাবে টেসিসকে লাভে আনতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, টেসিসের যে সম্পদ আছে,সেটিকে যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি, অর্থ, মেধা এবং সময় ও শ্রমের অপচয় যদি আমরা রোধ করতে পারি তাহলে এটা সম্ভব। আমাদের টেসিসের যে সম্পদ আছে, সেটা যদি আমরা সুষ্ঠ ব্যবহার করতে পারি, সবকিছু দেখে আমার কাছে যে সম্পদ, সময় ও শ্রমের অপচয় হচ্ছে, সেটা যদি রোধ করতে পারি, যদিও চ্যালেঞ্জিং তবুও ৩০ জুনের মধ্যে টেসিসকে লাভ জনক করা সম্ভব।

তিনি আরো বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভিশন ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। তার নির্দেশনায় বর্তমানে প্রযুক্তিখাতে ১.৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই খাতে ২০ লক্ষ তরুণ-তরুণী কাজ করছেন। এই খাত বর্তমানে দুই হাজার ৫০০ সরকারি সেবা দিচ্ছে। আমরা ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি।

মতবিনিময় সভায় টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জাফর উল্লাহ, টেশিসের উপ- মহাব্যবস্থাপক ( অর্থ ও হিসাব) মো. ইসমাইল মিয়া ও জেনারেল ম্যানেজার মাইনুল হাসানসহ টেশিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost