মাতৃবাংলার নিজস্ব প্রতিবেদন
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ইউনিটের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র শাখার সদস্য প্রকৌশলী বৃন্দ।
এ সময় অত্র শাখার সাধারণ সম্পাদক জনাব আবু জোবায়ের মাতৃবাংলা ২৪ কে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ বিনির্মাণে যতগুলো আন্দোলন হয়েছে তার প্রথম ধাপ ছিল এই ১৯৫২ সালের ভাষা আন্দোলন, এর পথ ধরেই পরবর্তী সময়ে বাংলার দামাল ছেলেরা এনে দিয়েছে বাংলাদেশ নামক এই স্বাধীন ভূখণ্ডটি। এ সময় আরো উপস্থিত ছিলেন আইডিইবি ঘোড়াশাল সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ ইমরান হোসেন, আইডিইবি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শাখার সম্মানিত সভাপতি জনাব আজহারুল রহিম, সহ-সভাপতি জনাব মোঃ শিহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল খান, অর্থ সম্পাদক জনাব মোঃ সোহেল রান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাব্বির আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব লিংকন মন্ডল সহ আত্র শাখার সকল সদস্য প্রকৌশলী বৃন্দ।