গাজীপুর থেকে
জেলা পতিনিধি /মোঃ আলীহোসেন
গাজীপুরে নিখোঁজের( ২২) দিন পর এক তরুণে লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়ার ক্যামেলিয়া পেন্যাশ সোয়েটার কারখানার মালিকের বাংলোবাড়ির পুকুরপাড় থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
নিহতর নাম আলমগীর হোসেন (২২)গজারিয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে। এ ঘটনা একই এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪০)ও শরিফা বেগমের ছেলে শরিফুল ইসলামকে(২৩)আটক করা হয়।
নিহতর পরিবার জানান আলমগীর গত (২)ফেব্রুয়ারি রাতে একজনের ফোনে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে সদর থানার এস আই সাহেব আলী জানান মোবাইল ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ও এ ঘটনা তদন্ত চলছে।