ওমর ফারুক রিপোটারঃ
গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় গত ৫ দিন ধরে চলছে অবৈধ মেলা।
এই মেলাটি হচ্ছে বাংলাবাজার হেলথ কেয়ার হাসপাতাল এর দক্ষিণ পশ্চিমে, যার দক্ষিন প্বাশে রয়েছে ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মেলাটির কারনে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটছে।
মেলাটির অন্যতম অবৈধ স্থাপনা হচ্ছে ইলেকট্রিক নৌকা যে নৌকায় চরলে যাদের হার্ট প্রবলেম তাদের স্ট্রোক করার ঝুঁকিপূর্ণ রয়ে যায়।
এবং মেলাটির রাস্তার দক্ষিনে রয়েছে শিশু কিশোর একাডেমি এবং একটি মসজিদ, বর্তমান রমজান মাস এই রমজান মাসকে তুয়াক্কা করে চালাচ্ছে ইলেকট্রিক নৌকা যেখানে তারাবির নামাজের সময় ও হইচই চিল্লাচিল্লি করে নৌকা চালাচ্ছে যেখানেও ব্যাঘাত ঘটছে তারাবির নামাজের।
এ বিষয়ে প্রশাসনকে
জানানোর দ্বিতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর ২২ নং ওয়ার্ড সহকারী বিট ইনচার্জ মোঃ আশিক উনি এসে মেলাটির দোকানপাট ভাঙচুর করেন এবং এগুলো সরিয়ে নিতে বলেন।
তিনি বলার পর মেলাটি একদিন বন্দ ছিলো পুনরায় মেলাটি আবারো আগের মতকরে চালাচ্ছে
এ বিষয়ে বর্তমান কাউন্সিলর জনাব হাজী মোঃ ছবদের হাসানকে অবগত করলে তিনি জানায় আমি এলাকার বাহিরে আছি আগামীকাল এসে সকলকে ডেকে কথা বলছি।
একজন রানিং কাউন্সিলর উনাকে জানানোর পরও কোন প্রদক্ষেপ নেয়নি তিনি।