মাতৃবাংলা / নিজস্ব প্রতিবেদন
গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা ময়মনসিংহ হাইও রোটে ট্রাকের নিচে মোটর সাইকেল এক জন নিহত।
নিহত এর নাম মোঃ আসাদ (২৮) বাসা চেরাগ আলী, নিহত চা পাতি কোম্পানিতে কাজ করতেন বাসা থেকে কোম্পানিতে যাচ্ছিলেন,
দুর্ঘটনার খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানার এ এস আই সাহেব আলী ঘটনাস্থলে এসে নিহতের লাশ পোসমেটাম এর জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ও ট্রাক ড্রাইভারকে অ্যারেস্ট করে।
ট্রাক ড্রাইভার এর সাথে কথা বলে জানা যায়।ট্রাক ড্রাইভার মোঃ হারুন (৪০) জেলা বগুড়া শেরপুর, গাড়িটি ইউ টান নিচ্ছিল আর মোটরসাইকেলটি চৌরাস্তার দিক থেকে আসছিল মোটরসাইকেল গতিরোধ হারিয়ে ট্রাকের নিচে চলে যায় এতে এক জন নিহত হয়।