Logo
শিরোনাম:
বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজের নেতৃত্বে বাসন থানা বিএনপি এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী। গাজীপুরে হারিকেন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ। বিদেশে পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন প্রতারক দেলোয়ার। বরকতময় রাত শবে বরাতের ফজিলত। মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩৫। গাজীপুরে শহীদ সাইফুল ইসলাম (সেকুল) স্মরণে দোয়া মাহফিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গাজীপুর ডিসি অফিসের সামনে দুর্বৃওের গুলি। গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাটপার সিটারদের জন্ম এই গাজীপুরের মাঠিতে হবে না ইনশাআল্লাহ” (আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ)। গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার ১৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ।

মাতৃবাংলা /গাজীপুর প্রতিনিধিঃ

চলমান তীব্র তাপদাহে গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় কোমলমতি শিক্ষার্থী ছাত্রছাত্রী ও দুস্থদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠিত হয়। ৬ মে সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড হায়দরাবাদ উদয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাজীপুর মিডিয়া ক্লাবের আহ্বায়ক- তারেক রহমান জাহাঙ্গীর এর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ বশির আলম এর সঞ্চালনায় অত্র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, আবুল কাশেম মেম্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হায়দরাবাদ উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাসেল হোসেন,গাজীপুর মিডিয়া ক্লাবের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী, কবি মোঃ মশিউর রহমান, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন রনি, গাজীপুর মিডিয়া ক্লাবের অর্থ সচিব মোঃ মাহবুবুর রহমান জিলানী প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন হায়দরাবাদ উচ্চ বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী, ছাত্রছাত্রী এবং শ্রমজীবী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর বলেন কোমল মতি শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের তীব্র গরমে এবং পরিবর্তিত বৈরী আবহাওয়ায় অভিভাবক স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানান। শিক্ষার্থী ছাত্রছাত্রীরা যাতে সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে দেশের সেবা সুনাম অক্ষুন্ন রাখতে পারে তার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন দেশের এত গরমে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন ভাবে পানি,সরবত, স্যালাইন বিতরণ করেছে তাই আমরা একটু ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি এবং এ কোমলমতি শিশুদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণে উদ্যোগ গ্রহন করেছি। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থী ছাত্র-ছাত্রী এবং দুস্থ অসহায় শ্রমজীবী মানুষের হাতে খাবার পানি ও স্যালাইন তুলে দেন। আগত ছাত্র-ছাত্রী অভিভাবক এবং অন্যান্য জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উক্ত আয়োজনে তারা সন্তোষ প্রকাশ করে বলেন এভাবে যদি সকাল সংগঠন এগিয়ে আসতো তাহলে আর অসহায় মানুষের এত কষ্ট হতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost