মাতৃবাংলা / নিজস্ব প্রতিবেদন
ওমর ফারুক রিপোটারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সিআইডি মাঠ সংলগ্ন এর মধ্যে ঈদ উল- আযহা উপলক্ষে ইজারা নিয়েছেন রানা ও সজল।
ইজারাদার রা বলেন গরু- ছাগল বিক্রির জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা ও সার্বিক নিরাপত্তা থাকা সত্বেও হাটের মধ্যে চাহিদা মতো গরু- ছাগল বিক্রেতাদের কাছ থেকে গরু নামানো যাচ্ছে না এবং ক্রেতা শূন্য হয়ে পড়েছে।
গত বুধবার রাজেন্দ্রপুর ক্যান্টরমেন্ট সিআইডি মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ হাজারের অধিক গবাদি পশু ধারণক্ষমতা থাকা সত্বেও অল্পসংখ্যক গবাদি পশু আছে এবং ক্রেতারা শূন্য হয়ে পড়েছে,
যদি পর্যাপ্ত পরিমান গরু ছাগল এখানে উঠে তাহলে আমাদের এখান থেকে বেচা সাথে সাথেই হয়ে যাবে, আমাদের আশেপাশে আর কোন গরু ছাগলের হাট না থাকায় এই আশঙ্কা করা যাচ্ছে।
যোগাযোগ রানা,,01940-185702,,সজল,,01947-581614