মাতৃবাংলা /নিজস্ব প্রতিবেদন
ওমর ফারুক রিপোটারঃ বাংলাদেশে একই সময় ধরে আবারও শুরু হচ্ছে চতুর্থতম অর্থনৈতিক শুমারি,বাংলাদেশের প্রথম অর্থনৈতিক শুমারি শুরু হয় ১৯৮৬ সালের ২৭-২৮ ২৯ ডিসেম্বর ।
দ্বিতীয় অর্থনৈতিক শুমারি দুই ভাগে ২০০১ সালে ও ২০০৩ সালে পরিচালনা হয়, ২০০১ এ ২৭-৩১ মে তে হয় শহর এলাকায়,এবং ২০০৩ এ ২০-২৬ এপ্রিলে হয় পল্লী এলাকায়।
তৃতীয় অর্থনৈতিক শুমারি ও দুই ভাগে ভাগ করা হয়েছে ২০১৩ সালে ১৫-২৪ এপ্রিলে ৩৭ টি জেলায় ও ২য় পর্যায়ে ৩০ এপ্রিল থেকে ১০ মে অবশিষ্ট ২৭ টি জেলায় তথ্য সংগ্রহ করা হয়।
সেই সূত্রেদেশের চতুর্থতম অর্থনৈতিক শুমারির গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডেও এই অর্থনৈতিক শুমারির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার জন্য চলছে ট্রেনিং।
আর এই ট্রেনিংয়ের ট্রেইনার ও এই অর্থনৈতিক শুমারির ২২ নং ওয়ার্ড জোনাল অফিসার মোঃ সোহানুর রহমান উনি অত্যন্ত মেদার সাথে এই শুমারি সফল করার উদ্দেশ্যে ৫০ জন গণনাকারি বা লিস্টারগনদের কে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।
ট্রেনিং এর কার্যক্রম চলবে একটানা তিন দিন, তিনদিন পর শুরু হবে অর্থনৈতিক শুমারির মাঠ পর্যায়ের কার্যক্রম।