মাতৃবাংলা
ওমর ফারুক / বিশেষ পতিনিধি
গাজীপুরে একই মালিকের তিনটি ফ্যাক্টরি গ্লোবাল ফিট, ল্যাভেন্ডার গার্মেন্ট ল্যাভেন্ডার ফ্যাশন থেকে ম্যানেজমেন্ট, মালিক ও শ্রমিক সকলে মিলে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আর্থিক সহায়তা করেন।
যেমনে করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনায়া পবিত্র ওমরাহের জন্য চার বছর ধরে জমা করছিল টাকা সেই টাকা জামা দিয়েছে রাজু ভাস্কর্যের গণত্রাণ তহবিলে।
‘মানুষ মানুষের জন্য’ মন্ত্রে শিক্ষা দিতে দুই মাসের শিশু মুগ্ধকে কোলে নিয়ে তার হাত দিয়ে ত্রাণ তহবিলে টাকা জমা দেন মা, ১০ বছর বয়সী ইহান ও ছোট্ট ব্যাংক নিয়ে বাবা-মায়ের সঙ্গে এসেছিল টাকা জমা দিতে।
বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এসেছিলেন দিনমজুর-রিকশাচালক, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, নানা বয়সী কর্মজীবী,ও শিক্ষার্থীরা তো আছেই তারা সবাই শুধু টাকা নয়, বস্তায় বস্তায় জমা দেন শুকনো খাবার, ওষুধ, স্যালাইন, টিস্যু, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, মোমবাতি, দেয়াশলাই, পানিসহ প্রয়োজনীয় সামগ্রী।
তারি প্রেক্ষিতে ২৭/০৮/২০২৪ ইং রোজ মঙ্গলবারে এমোনি বিভিন্ন দুর্যোগ ও ত্রাণপ্রিয় গ্লোবাল ফিট, ল্যাভেন্ডার গার্মেন্ট,ল্যাভেন্ডার ফ্যাশনের একটি মানবিক টিম গিয়েছিলেন কুমিল্লা জেলার লাকসাম থানার লাঙ্গলকোট ইউনিয়নের বেরোলা গ্রামের বন্যার্ত মানুষের পাশে।
এই টিমটি প্রত্যেকটি বন্যার্ত মানুষের জন্য ৫০০টাকারোবেশি করে ১০০০, টি প্যাকেজ করেন,তাদের এই প্যাকেজে রয়েছে, চিড়া,মুড়ি,গুড়,টোস্ট বিস্কুট,নুডুলস,জোস,খাবার স্যালাইন,প্যারাসিটামল ট্যাবলেট,পানি পরিশোধনকারী ট্যাবলেট,খাবার পানি,মশার কয়েল,বাচ্চাদের দুধ,মোমবাতি, গ্যাস লাইট ইত্যাদি সামগ্রী।
গ্লোবাল ফিট,ল্যাভেন্ডার গার্মেন্ট,ল্যাভেন্ডার ফ্যাশন এর পক্ষ থেকে এই টিমের মধ্যে ছিলেন,ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ লতিফ ( সিসিও) মোঃ সৈয়দ আবু জাফর ( অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) ও মোঃ হারিজ ( অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) এবং ফ্যাক্টরির অন্যান্য কর্মচারীগণ।
ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ লতিফ বলেন সব মিলিয়ে দুর্যোগ ঘিরে একতাবদ্ধ যেন বাংলাদেশ
ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পানি থৈ থৈ।
পানির তোড়ে ভেসে গেছে বাড়িঘর আশ্রয়কেন্দ্রে এখনও অনেকে পৌঁছাতে পারেনি যারা পৌঁছেছেন, তারা এখনও খাবার, পানি, ওষুধ, পোশাকের সমস্যায় ভুগছেন।
মোঃ সৈয়দ আবু জাফর বলেন, তাদের মানবেতর জীবনের সঙ্গী কোথাও কোথাও গবাদি পশুরাও তাদের পাশে দাঁড়াতে শুরু করেছেন মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে এই কার্যক্রম সকাল থেকে শুরু হয় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্রছাত্রীরা সময় দিতেছে তারা নিজেদের সময় অনুযায়ী এই কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছেন।
মোঃ হারিজ জানান, টিএসসিতে প্রবেশপথের পাশে গণ ত্রাণ সংগ্রহ বুথ বসানো হয়েছে সেখানে তালিকাভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে টিএসসির ভেতরে সেখানে চলছে প্যাকেজিং করে সাজিয়ে রাখার কাজ এভাবে আমাদের মত করে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেবেন তারা।
বন্যাকবলিত এলাকায় বেশি পরিমাণে লাইফ জ্যাকেট বেশি বেশি শুকনো খাবার সামগ্রী প্রয়োজন।
দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি জানান একদিনের বেতনের টাকা এরইমধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবির সদস্যরা, ও, অনেক প্রতিষ্ঠান এরইমধ্যে নিয়েছে নানা প্রস্তুতি।
আনায়া, মুগ্ধ, ইহানের অভিভাবকদের মতো আরও অনেকের মন্তব্যে একইকথা বারবার উচ্চারিত হয়েছে—বহু বছর পর একটি দুর্যোগকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আত্মার টান বিনে সুতোয় গাঁথা, তা আবারও প্রমাণিত।