মাতৃবাংলা
বিশেষ প্রতিনিধি/মো:জাকারিয়া শিকদার।
গাজীপুর সিটি কর্পোরেশন এর বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের, বাসের চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন। চাপা দেওয়ার পর ওই নারী বাসের পেছনে আটকে থাকা অবস্থায় চালক বাসটি প্রায় এক কিলোমিটার চালিয়ে নিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয় মানুষ বাসটিকে থামিয়ে আগুন ধরিয়ে দেন।
আজ রোববার রাত ৯.৩০ মিনিট এ ঘটনা ঘটে। ওই সময় বাসচাপায় আরও এক পথচারী আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। চাপা দেওয়ার পর একজন নারী বাসের পেছনে আটকে যায়। আটকে যাওয়া নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বোডবাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মাতৃবাংলা নিউজ কে বলেন, বাসটি বেগতিকভাবে চালিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারীকে চাপা দেয়। এর মধ্যে এক নারীকে গাড়ির পেছনে আটকে ছেঁচড়ে এক–দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়। তারপর এলাকাবাসী বাসটি জব্দ করে আগুন লাগিয়ে দেয়।