মাতৃবাংলা
রিপোটারঃ মোঃ ওমর ফারুক
গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড গজারিয়াপাড়া সাংবাদিক বাড়ি রোডে অবস্থিত বাংলোবাড়ি,
যা আকরাম সাহেবের সাইট নামে পরিচিত,
এই সাইটের বাউন্ডারির ভিতরে চারদিকে ঢাকা ডিভিশনের বাউপারা বিটের বনের সম্পতি রয়েছে,
যেই সম্পতির উপর ফরেস্ট ডিপার্টমেন্টের প্লটও রয়েছে এই প্লটে এক হাজারের বেশি আকাশী গাছ ছিলো,
এই প্লটে এখন বর্তমানে ৫০০ শত গাছ গুনে পাওয়া যাবে কিনা তা নিয়েই প্লট মালিকের সন্দেহ,,
গাছ পাচারের বিষয়টি গোপন সূত্রে গত ২২ তারিখ সোনালী মিডিয়া জানতে পারে,
তারপর থেকে সোনালী মিডিয়া এলাকার কিছু জনগন কে সাথে রেখে তদন্ত শুরু করেন প্রতি রাতে,
এবং গত ২৭ তারিখ রাত অনুমান ৩ঃ৪০ মিনিটের দিকে সোনালী মিডিয়ার হাতে পাচারকারীর এক ড্রাইভার আটক হন,
এবং ড্রাইভার ও সাইটের সিকিউরিটির শিকারোক্তিতে জানাযায়,
গাছ পাচারের সাথে জরিত সাইটের ম্যানেজার লেবার সহ,আসমত ও জিয়া নামের ব্যাক্তিরা,
এ বিষয়ে বাউপারা বিট অফিসার সামসুদ্দিন সাহেব সোনালী মিডিয়াকে জানান,
আমরা ঘটনাটি জানতে পারি সোনালী মিডিয়ার কাছ থেকে জানার পরে অভিযান চালাই সাইটের ভিতর,
আমরা ঘটনার সততা যাচাই করে ওখান থেকে কাটা পরিত্যক্ত গাছের পিছ এবং
চুরিকৃত গাছ ভাঙ্গিয়ে যে কাড করা হয়েছিল তা গাজী মার্কেটে গাছ পাচারকারী জিয়ার দোকান থেকে উদ্ধার করেছি,
দেশের সরকারি সম্পদ ধ্বংস ও পাচার করার অপরাধে তাদের বিরুদ্ধে যথাযত মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।।