মাতৃবাংলা
বিশেষ প্রতিনিধি/মো: জাকারিয়া শিকদার।
যৌথবাহিনীর অভিযানে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম আলমগীর হোসেনকে কক্সবাজারে একটি হোটেল থেকে আটক করেছে।
গত পাঁচই অগাস্ট গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শেখ হাসিনা সরকারের পতনের পর গা-ঢাকা দিয়ে প্রভাবশালী দলটির কেন্দ্রীয় নেতা ও এমপি-মন্ত্রীদের প্রায় সবাই চলে গেছেন আত্মগোপনে।শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ ‘দেশ ছাড়ার চেষ্টাকালে’ গ্রেফতার হয়েছেন।এর বাইরে, নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন, তাদের প্রায় সবাই ‘আত্মগোপন’ করেছেন।
গত ৫-ই জুলাই শেখ হাসিনা সরকারের পতন এর পর থেকে আত্মগোপনে ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম আলমগীর। প্রায় দুই মাস যাবত কক্সবাজারে বিভিন্ন হোটেল এ আত্নগোপনে ছিলো আওয়ামী লীগের এই যুগ্ম আহবায়ক । গত ৩১অক্টোবার রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে তাকে কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার নামে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্রসহ ৫টি হত্যার মামলা রয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সময়,ছাত্রদের উপর গুলি করেন, ছাত্র হত্যা মামলার সে ৫০নাম্বারের আসামি,যেখানে সাবেক প্রধান মন্ত্রী ১নাম্বার আসামি হয়েছেন।