মাতৃবাংলা:গাজীপুর থেকে আলী হোসেন
গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড গজারিয়াপাড়া গাজীমার্কেটে আজ আনুমানিক দুপুর আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে এটি এম মডেল স্কুলের ঘর ও খুকনের বসত বাড়ি ও দোকান সহ ২৪ ঘর পুড়ে। এলাকা সূত্রে জানা যায় প্রথমে অগ্নে ঘটনা ঘটে খোকনের বসতবাড়ি থেকে ধারণা করা হচ্ছে শর্ট সার্কেটের মাধ্যমে আগুন লেগেছে। আগুনে পুড়ে যাওয়ার মধ্যে ছয়টি দোকান ছিল একটি দোকান ছিল কাপড়ের, আরেকটি দোকান ছিল মুদিখানা, একটি দোকান ছিল ফার্নিচারের, অন্যান্য আরো তিনটি, পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকার মত।
ফায়ার সার্ভিস ইন্সপেক্টর রবিউল হাসান মাতৃবাংলাকে বলে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এতে কোন হতা হাতের ঘটনা ঘটেনি