মাতৃবাংলা/গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কের তিন নাম্বার গেটের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ, মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ছবদের হাসান আরো উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত মুরব্বিগন
ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের জায়গা ভিতরে রেখে বাউন্ডারি করে ফেলছে আর গেটে তালা মেরে রাখে আমরা হাল চাষ করতে গেলে সেখানে যেতে পারি না, পরেশান লোক বাধা দিচ্ছে,সেখানে যেতে দিচ্ছে না
এবং কমপক্ষে আমাদের এক বছরের খাবার এখানে চাষ হয় আমাদের সেই খাবারটা নষ্ট হচ্ছে,তারা বানর জংলি বিষধর সাপ বনে ছেড়ে দিয়ে আমাদের জমি চাষ করতে দিচ্ছে না আমরা এর তীব্র প্রতিবাদ করছি,এবং অনেককে ফরেস্টের ডিপার্টমেন্টের মিথ্যে মামলা দিচ্ছে।
আমরা দাবি যাদেরকে এ ধরনের মিথ্যে মামলা দেয়া হয়েছে সে মামলা গুলো খারিজ করে দেওয়ার জন্য।
আমরা চাই যেন আমাদের জমি আমরা ঠিকঠাক মত চাষ করতে পারি এবং দেখবাল করে খাবার তৈরি করে বাসায় নিয়ে যেতে পারি, এবং আমাদের জমিন একোয়ার করে নিয়ে আমাদের টাকা বুঝিয়ে দিন,
আমরা শান্তিতে থাকতে চাই এবং আমারা কোন মিথ্যা মামলা খেতে চাই না।