মাতৃবাংলা
নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে দুর্ঘটনার একদিন পরও বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার হয়নি। এতে মহাসড়কে তীর যানযটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিে গণপরিবহন সহ পথচারীরা।
দুর্ঘটনাস্থলে দেখা মেলেনি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের। কখন উদ্ধার কাজ শুরু হবে, তা বলতে পারছে না কেউ। ব্রিজ মেরামতের বিষয়েও কোনো অগ্রতি নেই। ট্রাকচালক আহত হলেও খোঁজ মেলেনি হেলপার এর।
প্রত্যক্ষদর্শীরা বলছে,, গতকাল ভোরে এই দুর্ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে ব্রিজটি ভেঙে পরে ট্রাকটি নদীতে পড়ে যায়,তারপর ট্রাকের হেলপার পালিয়ে যায়,,ট্রাক এর চালক গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই পথে আরো ২ টি ব্রিজ ঝুঁকিতে রয়েছে বলে জানায় তারা।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প পথে চলতে পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ট্রাকচালকদের কামারপাড়ার মুন্নুগেট ও গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য,২০২১ সালের ৯ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ব্রিজটি ভেঙে পড়লে যানচলাচল স্বাভাবিক রাখতে এই ৩টি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।গতকাল একটি ব্রিজ ভেঙে পরে,এবং বাকি দুই(২) টি ব্রিজও চরম ঝুঁকিতে রয়েছে।