মাতৃবাংলা /নিজস্ব প্রতিবেদন
মোঃ ওমর ফারুক সিনিয়র রিপোটারঃ
গাজীপুর মহানগর ২২ নং ওয়ার্ডে অবস্থিত লেভেন্ডার গ্রুপের একটি অংশ গ্লোবাল ফিড বাংলাদেশ লিমিটেড,এই ফ্যাক্টরিতে গতকাল ২৯/ ১২/ ২০২৪ ইং একটি wpc নির্বাচনের আয়োজন করা হয়।
উক্ত নির্বাচনে সকাল ৯ঃ০০ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত সেকশন ওয়েজ ভোট চলমান থাকে, টুটাল সেকশন থেকে মোট ১৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং ০৯ জন প্রার্থী বিজয়ী হন।
এরমধ্যে সুইং সেকশন থেকে মোট প্রার্থী দাঁড়িয়েছেন, ১১ জন বিজয়ী হয়েছেন, ০৫ জন, ফিনিশিং সেকশন থেকে দাঁড়িয়েছেন, ০৪ জন বিজয়ী হয়েছেন, ০২ জন, কাটিং সেকশন থেকে দাঁড়িয়েছেন, ০২ জন বিজয়ী হয়েছেন, ০১ জন, স্টোর থেকে দাঁড়িয়েছেন, ০২ জন বিজয়ী হয়েছেন, ০১ জন।
যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন,ফিনিশিং সেকশন থেকে বিজয়ী হয়েছেন মোঃ শামীম মিয়া ও কুলসুম বিবি,,স্টোর সেকশন থেকে বিজয়ী হয়েছেন,শ্রী চরন রায়,,
কাটিং সেকশন থেকে বিজয়ী হয়েছেন,রাজিবুল হাসান,,
সুইং সেকশন থেকে ১ম বিজয়ী হয়েছেন,মোঃ মফিজুর রহমান,, দ্বিতীয় বিজয়ী হয়েছেন, মোছাঃ রোজিনা আক্তার,,তৃতীয় বিজয়ী হয়েছেন,মোছাঃ সুমি খাতুন,, চতুর্থ বিজয়ী হয়েছেন,মোছাঃ মারজিয়া আক্তার,পঞ্চম বিজয়ী হয়েছেন,মোছাঃ নাদিয়া আক্তার,,
এই নির্বাচনে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ছিলো ১৬৩৯, ভোট এরমধ্যে পুরুষ ভোটার ৬৪০, এবং মহিলা ভোটার ৯৯৯, এখানে কাস্টিং হয়েছে, ১৩৭২,ভোট,,
উক্ত নির্বাচনে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ফরিদ লতিফ সিসিও ল্যাভেন্ডার গ্রুপ,,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ আবু জাফর টিটু এজিএম লেভেন্ডার গ্রুপ,,
প্রধান নির্বাচনীয় কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন,অত্র ফ্যাক্টরির সিনিয়র ম্যানেজার বশির আহমেদ গ্লোবালফিট বাংলাদেশ লিমিটেড,,
বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র ফ্যাক্টরির ফ্যাক্টরি ম্যানেজার এঞ্জেল গ্লোবাল ফিড বাংলাদেশ লিমিটেড,,
এই নির্বাচনের প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন,অত্র ফ্যাক্টরির এডমিন ম্যানেজার মোঃ হারিজ,,সহ নির্বাচন কমিশনার গণ।।