স্হানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যাক্তিদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল।১লা জানুয়ারী ২০২৫ইং রোজ বুধবার বাদ যোহর হইতে ৩২নং ওয়ার্ড পূর্ব জাঝর গজারীচালা ঈদগাহ মাঠে স্হানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন কারা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জানাব মোঃনজরুল ইসলাম মোক্তার(দপ্তর সম্পাদক, গাছা থানা বিএনপি ও সাধারণ সম্পাদক, ৩২নং ওয়ার্ড বিএনপি)
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃশওকত হোসেন সরকার
(সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি)
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন-
জনাব মোঃ মনিরুল ইসলাম বাবুল
(সভাপতি, গাছা মেট্রো থানা বিএনপি)
জানাব মোঃইকবাল হোসেন
(চেয়ারম্যান, আল-আরফা প্যাকেজিং ইন্ড্রাষ্ট্রিজ লিং)
উক্ত মাহফিলে প্রধান আলোচক –
আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী।
(শাইখুল হাদিস, জামিয়া দারুল উলূম নূরবাগ-ঢাকা)
এছাড়াও আলোচনায় থাকবেন-
আল্লাামা লোকমান মাজহারী।(প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল,জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম,মিরপুর),মুফতি ইয়াহিয়া মাহমুদ মিরপুরী।মুফতি ইমামুল হাসান।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন-
জানাব মোঃকামাল উদ্দিন- সাধারণ সম্পাদক(গাছা মেট্রো থানা বিএনপি)
জনাব মোঃজাহাঙ্গীর আলম-(সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, গাজীপুর মহানগর ছাএদল)
জনাব মোঃমিয়া হোসেন রানা-সাবেক (সহসভাপতি, জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশিষ্ট শিল্পপতি,বসুরা)
জনাব ডাঃ মো:শাহীন মিয়া
(উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,গাজীপুর সদর)
জনাব মোঃশফিকুল ইসলাম শাফি
(মোতাওয়াল্লী,কাদির হাজী জামে মসজিদ, বসুরা)
জনাব মোঃ হামিদ মন্ডল
(সভাপতি, ৩২নং ওয়ার্ড বিএনপি)
জনাব মোঃ ফারুক হোসেন
(কাউন্সিল পদপ্রার্থী, ৩১নং ওয়ার্ড)
জনাব মোঃ মোশাররফ হোসাইন
(সিনিয়র সহ সভাপতি, ৩২নং ওয়ার্ড বিএনপি, গাজীপুর মহানগর)
উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রয়োজনে-০১৭১১৯৩০০৫,০১৬১৯০১০২৬৫