মাতৃবাংলা /নিজস্ব প্রতিবেদন
গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত স্কুলছাত্র হৃদয় ইসলামের লাশ বুধবার কবর থেকে তুলেছে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গাছা থানা সূত্রে জানা গেছে, হৃদয় ইসলাম (১৪) গাছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। গত বছর ২০ জুলাই সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় বড়বাড়ি গাছা রোডের মাথায় বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ময়নাতদন্ত ছাড়াই ওই দিন তার লাশ স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা সুলতান মিয়া গত বছর ২৫ আগস্ট ২৫০০-৩০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গাছা থানায় একটি মামলা করেন।
গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, ময়নাতদন্তের জন্য আদালতের অনুমতি নিয়ে বুধবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে হৃদয়ের লাশ তোলা হয়।