নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার।
গাজীপুর এ টঙ্গীতে ছিনতাইকারীর উপদ্রব দিন-দিন বেড়েই চলেছে।।সন্ধ্যা বা রাত নয়, এখন দিনদুপুরেও ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে বেপরোয়া ছিনতাইকারীদের অবাধ বিচরণ। সশস্ত্র ছিনতাইচক্রের ভয়ে রীতিমতো তটস্থ নগরবাসী। কেউ জানে না, কে কখন কোথায় আক্রান্ত হবেন।
এতে চরম ভোগান্তি ও আতংকে পথচারীরা।টঙ্গীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় ছিনতাই চক্রের সদস্যরা।ছিনতাই প্রতিরোধে শিল্প নগরী টঙ্গীতে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি ছোরা, দুটি সুইচ গিয়ার, ১০টি চাকু উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে ছিনতাইকারীদের আদালতে প্রেরণ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (২৮), সাগর (২৩), রাজা হোসেন বিশাল (২০), মো. দুরন্ত (২২), মানিক মিয়া (২৯), আজারুল (১৯), তুহিন (১৯), সজিব (২৩), শুভ (২২) সাগর (২২), আবু বক্কর সিদ্দিক (২৩) হাসান (১৮), শুভ (২৮), এমদাদুল (১৪), শুভ (১৭), সিয়াম (১৫), নাছির (১৬) ও সরিফুল ইসলাম (২৩)
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, চলমান ছিনতাই বিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হয়ে টঙ্গীর নানা স্থানে ভাড়ায় বসবাস করতেন।শুক্রবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর, মধুমিতা রোড ও স্টেশেন রোড ফ্লাই ওভারের ওপর, মধুমিতা ফায়ার সার্ভিসের গলি এবং নতুন বাজার এলাকায় ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।