মাতৃবাংলা
নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার।
গাজীপুরে Trading Tech Limited কোম্পানির আয়োজনে আইটি প্রতিযোগিতা এবং সেমিনার প্রিমিয়াম সভার আয়োজন করা হয়। আজ শনিবার বিকেলে ৩টায় গাজীপুরের রাজবাড়ী রোড সংলগ্ন প্রকৌশলী ভবনের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Trading Tech Limited কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাবা সিদ্দিকা হাসান। এসময় তাকে ফুল দিয়ে বরং করে নেন Trading Tech Limited কোম্পানির (সিডিও)মো:ইমরান ,এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিইও সৈয়দ আসিফ রহমান,প্রকৌশলী আবদুর সাওার ও অন্য অন্য আমন্ত্রিত অতিথি বৃন্দ।
উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমাকে দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাব কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে—এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যান।
আর এজন্যই নতুন উদ্যোক্তা তৌরি করতে বছরের পর বছর ফ্রি টেডিং করিয়ে উদ্যোক্তা বানানোর কারিগর হিসেবে কাজ করছে Trading Tech Limited কোম্পানিটি।দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি কারিগর হবে প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে নতুন উদ্যোক্তা হতে আগ্রহীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে এগিয়ে যাবে দেশের অর্থনীতি।
চাকরি নয় ব্যবসা ঐই স্লোগান কে সামনে রেখে নতুন উদ্যোক্তা বানানোর কারিগর হিসেবে টেডিং টিস কোম্পানি এগিয়ে যাবে সামনের দিকে। এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কোম্পানির সিইও সৈয়দ আসিফ রহমান।