Logo
শিরোনাম:
শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ঘাতক স্বামী সমন্বয়ক পরিচয়ে ভাইরাল ভিডিও ভিওিহীন-এনসিপি নেতা,মুখ খুললেন সেই নারীও। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এর ঈদ পূর্ণমিলন ও সাংবাদিকদের মিলনমেলা শ্রীপুরে ব্যবসায়ীর কাছে ওসির ‘ঘুষ চাওয়ার’ অডিও ফাঁস,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়.. রায়পুরায় শারীরিক প্রতিবন্ধীকে মানবতার হাত বাড়ান উপজেলা নির্বাহী ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে শিক্ষক দম্পত্তি,জমি রক্ষায় আদালতের দ্বারে গাজীপুরের শরীফপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর গোডাউনে সন্ত্রাসীদের হামলা ও লুটপাট গাজীপুর শ্রীপুরে নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় সানসেট ধ্বসে এক শ্রমিকের মৃত্যু। শ্রীপুরে অবৈধ সিসার কারখানায় সিলগালা,সংবাদ প্রকাশের সাথে সাথেই ব্যবস্থা।

গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া বারেকের বাড়িতে এক মেয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন।

গাজীপুর থেকে/আলীহোসেন

গতকাল শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়ার বারেকের বাড়িতে এক মেয়ে গলায় ওড়না ছাতিসের সাথে পেজ দিয়ে মৃত্যুবরণ করে, মেয়ের নাম মোসাম্মৎ আফরোজা,(১৬) বাবার নাম মোঃ মানিক মিয়া, গ্রাম বেছতপুর, ইউনিয়ন রংসাথী, জেলা কলমাকান্তা,মেয়েটি বারেকের বাড়িতে(২)বছর যাবত থাকতো মেয়েটি একটি বি কে এছ গার্মেন্টস কোম্পানিতে জব করতো।

বাড়ির আশে পাশের রুমের লোকজনের সাথে কথা বলে জানা গেল এসে গেছে মেয়েটি আজ সকালে অফিসে গেছে আর বাসায় ফিরে আসে বিকেল( ৪) টা বাজে তারপর সে গোসল করছে ভাত খাইছে এতটুকু বলতে পারে।

পরে সন্ধ্যা (৭)ঘটিকায় মেয়ের মা যখন দরজা ধাক্কা দেয় তখন ভিতর থেকে লাগানো ছিল। এমন অবস্থা তার মা আরেক জনের সহযোগিতায় তার পাশের রুমের পার্টিশন ভেড়া দিয়ে  উপরে উঠে দেখে মেয়ে সাতিসের এর  ঝুলন্ত অবস্থায় তারপর দরজা ভেঙে রুমে ঢুকে।

তার মা মেয়ের ঝুলন্ত লাশ নামায় এবং বাড়িওলা থানায় ফোন দেয় গাজীপুর সদর মেট্রো থানার এস আই কামরুল সাহেব, মাতৃবাংলাকে অবগত করেন মেয়েটি যেহেতু গলায় ফাঁশ দিয়ে মারা যায় সে জন্য তাকে পোস মড্যাম করার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মরগে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost