গাজীপুর থেকে/আলীহোসেন
গতকাল শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়ার বারেকের বাড়িতে এক মেয়ে গলায় ওড়না ছাতিসের সাথে পেজ দিয়ে মৃত্যুবরণ করে, মেয়ের নাম মোসাম্মৎ আফরোজা,(১৬) বাবার নাম মোঃ মানিক মিয়া, গ্রাম বেছতপুর, ইউনিয়ন রংসাথী, জেলা কলমাকান্তা,মেয়েটি বারেকের বাড়িতে(২)বছর যাবত থাকতো মেয়েটি একটি বি কে এছ গার্মেন্টস কোম্পানিতে জব করতো।
বাড়ির আশে পাশের রুমের লোকজনের সাথে কথা বলে জানা গেল এসে গেছে মেয়েটি আজ সকালে অফিসে গেছে আর বাসায় ফিরে আসে বিকেল( ৪) টা বাজে তারপর সে গোসল করছে ভাত খাইছে এতটুকু বলতে পারে।
পরে সন্ধ্যা (৭)ঘটিকায় মেয়ের মা যখন দরজা ধাক্কা দেয় তখন ভিতর থেকে লাগানো ছিল। এমন অবস্থা তার মা আরেক জনের সহযোগিতায় তার পাশের রুমের পার্টিশন ভেড়া দিয়ে উপরে উঠে দেখে মেয়ে সাতিসের এর ঝুলন্ত অবস্থায় তারপর দরজা ভেঙে রুমে ঢুকে।
তার মা মেয়ের ঝুলন্ত লাশ নামায় এবং বাড়িওলা থানায় ফোন দেয় গাজীপুর সদর মেট্রো থানার এস আই কামরুল সাহেব, মাতৃবাংলাকে অবগত করেন মেয়েটি যেহেতু গলায় ফাঁশ দিয়ে মারা যায় সে জন্য তাকে পোস মড্যাম করার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মরগে পাঠানো হয়।