গাজীপুর / রাজু আহমেদ
গাজীপুর, ১৩ জানুয়ারি ২০২৫: মানবিক সেবায় নিয়োজিত “মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন” তাদের চতুর্থ বর্ষপূর্তিতে গাজীপুর জেলার বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ মোল্লা জিকুর আহবানে সাড়া দিয়ে গাজীপুর জেলা কমিটির সভাপতি জনাব মাসুদ রানা মোহন এবং সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবীরের নেতৃত্বে এই উদ্যোগটি বাস্তবায়িত হয়।
গাজীপুরের নাওজোড়, বাইপাস, চৌরাস্তা, এবং শালনাসহ বিভিন্ন এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু, উপদেষ্টা ও সেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর রাব্বি হাসান শাকিল এবং নাওজোড় জেনারেল হাসপাতালের পরিচালক মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জনাব রাব্বি হাসান শাকিল বলেন, “মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন মানবসেবার ক্ষেত্রে যে উদাহরণ সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের প্রতিটি উদ্যোগে মমত্ববোধ এবং মানবিকতার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। আমি ফাউন্ডেশনের ভবিষ্যৎ সাফল্যের জন্য তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
এসময় তিনি ফাউন্ডেশনকে একটি হ্যান্ড মাইক উপহার দেন, যা তাদের কার্যক্রম আরও ত্বরান্বিত করবে। এছাড়াও, নাওজোড় জেনারেল হাসপাতালের পরিচালক মাইদুল ইসলাম ফাউন্ডেশনের কাজের ভূয়সি প্রশংসা করে বলেন, “মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন মানুষের সেবায় অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাদের মানবিক কার্যক্রম অন্যদের জন্য উদাহরণ।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু বলেন, “আমাদের এই মানবিক কার্যক্রম সারা বছর ধরে চলবে। সমাজের অবহেলিত মানুষদের পাশে থাকার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি নাওজোড় থেকে শুরু হয়ে বাইপাস চৌরাস্তা ও শালনা বাজারে এসে সমাপ্ত হয়।
মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন স্লোগান, “আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করব রক্তদান,” নিয়ে যাত্রা শুরু করে। ফাউন্ডেশনটি বিগত চার বছর ধরে মানুষের সেবায় নিবেদিত থেকে সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।