গাজীপুর /রাজু আহমেদ
আজ শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে জুমার নামাজ আদায় করার পর
সাবেক ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মামুন মণ্ডল গাজীপুর মহানগরীর ৩৫নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত কাউন্সিলর ছিলেন। এছারা তিনি মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন।
ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, হত্যা মামলায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ প্রকৃয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশের একটি সূত্র জানায় তাকে আদালতে সর্পোর্দ করে রিমাণ্ড মঞ্জুরের আবেদন করা হবে।