গাজীপুর প্রতিনিধ / রাজু আহমেদ
গাজীপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজে অবৈধ দখলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করছে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) বেলা এগারোটায় সদর উপজেলার রাজেন্দ্রপুর সেনাবাহিনীর চেকপোস্ট সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান,ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজে এর প্রতিষ্ঠাতা ইকবাল সিদ্দিকী জীবিত থাকা অবস্থায় কয়েক জনকে আজীবনের জন্য এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেন।কিন্তু বিগত ৫ আগস্টের পরে সেই বিতর্কিত লোকদেরকে পুনরায় এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানকে এবং ইকবাল সিদ্দিকী কে কলঙ্কিত করেছে।
তাই আমাদের দাবি বিতর্কিত হায়দার সিদ্দিকী ও রোজি সিদ্দিকীকে দ্রুত ক্যাম্পাস থেকে অপসারণ এবং আওয়ামী দোসর জুলি সিদ্দিকীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
যতদিন পর্যন্ত এই ধরনের বিতর্কিত লোকদেরকে উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করে আইনি ব্যবস্থা গ্রহণ না করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম অব্যাহত থাকার কথা জানান সাধারণ শিক্ষার্থীরা।