গাজীপুর থেকে/রাজু আহমেদ
নাওজোর শফীউল উলুম মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে ৫ ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
গাজীপুর সিটির ১৩ নং ওয়ার্ড
নাওজোর ফ্লাই ওভারের পূর্ব মাথা সংলগ্ন মাঠে শফীউল উলুম মাদরাসা
উদ্যোগে ৫ ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ সভাপতি বাসন মেট্টো থানা বিএনপি, মুতাওয়াল্লী, হাজী সিরাজুল ইসলাম আত-তাকুওয়া জামে মসজিদ, নাওজোর বাজার।
প্রধান বক্তৃতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ ক্কারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী
খতিব বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত আলহাজ্ব মুফতি আবুল কালাম আজাদ প্রতিষ্ঠাতা ও পরিচালক, অত্র মাদ্রাসা, খতিব, হাজী সিরাজুল ইসলাম ও আয়তাক্বওয়া জামে মসজিদ, নাওজোর বাজার।
বিশেষ বক্তা ছিলেন হযরত মাও: মুফতি ওবায়দুল্লাহ্ বিন সাঈদ মোফাসসিরে কুরআন ও খতিব খতিব, বাইমাইল কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাও: মুফতি আবুল বাশার শরাইলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।