গাজীপুর থেকে /রাজু আহমেদ
গাজীপুরের ৩৪ নং ওয়ার্ড দারুল কুরআন হাফিজিয়া কুওমী মাদরাসার উদ্যোগে ১১ই ফেব্রুয়ারী
কুরআন সবক প্রদান ও মুতাও য়াসিতা,জামাতের ছাত্রদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাস্টার মোঃ আনিছুর রহমান খান প্রধান শিক্ষক, মহানগর আইডিয়াল স্কুল। হাফেজ ক্কারী মোঃ মোস্তাকিম বিল্লাহ প্রতিষ্ঠাতা মুহ্তামিম অত্র জামিয়া ও সাংগঠনিক সম্পাদক গাছা ওলামা ঐক্য পরিষদ ৩৪ নং ওয়ার্ড।আরো উপস্থিত ছিলেন মাদারাসার অভিভাবক বিন্দু প্রধান অতিথি বক্তব্যতে বলেন মাদারাসাটির লেখা পড়ার মান আনেক ভালো তাই পরতেক অভিভাবক দের উদেশ্য করে বলেন সবসময় মাদারাসার খোঁজখবর রাখবেন