নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধান্জলি জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন,২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন।এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিন্হিত হয়ে আছে। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। আমি তাদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানাই।
তিনি মাতৃবাংলা নিউকে বলেন,১৯৫২ সালের ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছে তারা আমাদের দেশের রত্ন ছিলো।তাদেরকে আমরা শ্রদ্বাভরে স্মরণ করি।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে স্বাধীনতা এসেছে আমরা সেই মহান নেতার আদর্শে রাজনীতি করি।তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা শহীদ জিয়ার সৈনিক হয়ে বিএনপির আদর্শ ধারণকরে রাজনীতি করি।আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্হানীয় সরকার নির্বাচনে আমাদের দল বিএনপি অংশগ্রহণ করবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে এদেশের মানুষের জন্য ও জণগণের জন্য কাজ করবে। এই ভাষার মাসে শ্রদ্বা জানাচ্ছি বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি।
তিনি আরও বলেন,একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। আমরা শ্রদ্ধাবনতচিত্তে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে স্মরণ করি।