Logo
শিরোনাম:
গাজীপুরে নিখোঁজের ৫ দিনপর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার। চাঁদাবাজি মামলায় ৩য় বারের মত সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন যুবদল নেতা মিলন ও ৫ সহযোগী। জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক,প্রতারণার মামলায় আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সাঘাটায় জোরপূর্বক জলাশয় দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীকে মারপিট। শ্রীপুরে শিক্ষার্থীরা পেল ৪ হাজার চারা গাছ। শিল্পী পুতুল সাজিয়া সুলতানার আসছে পুতুলগান ‘পুতুলজন্ম’  টঙ্গী প্রেসক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা। গাজীপুরের স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে স্বামী নরসিংদীর রায়পুরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ।   গাজীপুরে চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপে অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার।

গাজীপুরে আদালত চত্বর থেকে ফিল্মি স্টাইলে আসামি ছিনতাই।

নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার।

গাজীপুরের রাজবাড়ী এলাকায় জেলা জজ আদালত চত্বরে জামিন পাওয়া দুই আসামিকে অপহরণের করেছে বাদীপক্ষ।এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ও পুলিশের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিস সহকারী আইয়ুব আলী ও সহকারী মতিউর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।
অপহৃত আসামিরা হলেন গাজীপুরের শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মিলন মিয়া (৩৩) ও তার বড় ভাই বাবুল মিয়া (৪২)।
গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জিএমপি সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শহরজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টার দিকে দুই অপহৃতকে একটি অটোরিকশা থেকে আইনজীবী সমিতির গেইটে ফেলে যায় সন্ত্রাসীরা।গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী মো. সিরাজুল ইসলাম জানান, শ্রীপুর থানার জমিসংক্রান্ত একটি মারামারির মামলায় ১৩ আসামি আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন। বুধবার আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩) স্থায়ী জামিনের আবেদন করেন।
বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক সেলিনা আক্তার তাদের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
আসামিরা তার (আইনজীবী) সঙ্গে দেখা করার জন্য অফিসকক্ষের সামনে গেলে মামলার বাদী শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার মো. শহীদুল্লাহর ছেলে এস এম নাজমুল হকের নেতৃত্ব ৩০-৪০ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে দা, চাকু, লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানান আইনজীবী সিরাজুল।তিনি আরও জানায়,সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে দুজন পুলিশ সদস্য ছিলেন, তবে তারা কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে এবং আইনজীবী সমিতির সাধারণ সভায় আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

আহত আইনজীবী সহকারী মতিউর রহমান বলেন, হামলা চলাকালে ভয়ে কয়েকজন বিচারপ্রার্থী ও আইনজীবী বারের সাধারণ সম্পাদকের অফিসে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানে গিয়ে মারধর করতে থাকে। এ সময় তারা কেচি গেট লাগিয়ে দিলে দুই হামলাকারী আটকা পড়ে। কিছুক্ষণ পর তাদের সহযোগীরা দলবদ্ধ হয়ে ফিরে এসে গেট ভেঙে তাদের ছিনিয়ে নিয়ে যায়।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, আদালত চত্বরে ঘটে যাওয়া ঘটনাটি ন্যক্কারজনক।
জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost