রাজু আহাম্মেদ গাজীপুর
পতিত আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দোসরদের গ্রেফতারের দাবি ও বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাসন থানা বিএনপি ও ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রদল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে নগরীর নাওজোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এসময় ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তায় এসে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, তানভির সিরাজ ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জরিত। তিনি বিএনপির জন্য জীবন দিতেও প্রস্তুত। তার বিরুদ্ধে আওয়ামিলীগের দোসরেরা অপপ্রচার চালাচ্ছে। ছাত্রদলের ভেতরে থাকা আওয়ামিলীগ-ছাত্রলীগের দোসরদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই।