রাজু আহাম্মেদ গাজীপুরঃ
গাজীপুরে মহানগর চান্দনা চৌরাস্তা সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযান পরিদর্শন করেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
বুধবার (৫ই ফেব্রুয়ারি ২০২৫) জিএমপির পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খন্দকার। মহানগরের চৌরাস্তা সংলগ্ন এলাকার যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে পরিচালিত অভিযান পরিদর্শন করেন। এ সময় জেএমপি কমিশনার সাংবাদিকদের এক সংক্ষিপ্ত ব্রিফিং দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করার জন্য সকলকে ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান। উক্ত পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস)মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনারবৃন্দ। আলহাজ্ব মোঃ সুরুজ আহমেদ সাবেক জিএস সাবেক যুগ্ন আহবায়ক গাজীপুর মহানগর বিএনপি। আলহাজ্ব তানভীর সিরাজ সাবেক এ.জি.এস, ভাওয়াল কলেজ ছাত্র সংসদ, সভাপতি, বাসন মেট্রো থানা বিএনপি। সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির। মোঃ আতাউর রহমান আহবায়ক কৃষক দল গাজীপুর মহানগর। মো. শওকত হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক, বাসন থানা বিএনপি।গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ গাজীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ