Logo
শিরোনাম:
নরসিংদীর রায়পুরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ।   গাজীপুরে চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপে অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার। টঙ্গীতে সাংবাদিকদের মিলনমেলা ও ফল উৎসবের আয়োজন। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। গাজীপুরের মেঘডুবি সাবরিনা ড্রিম রিসোর্টে পুলিশের অভিযান,আটক-১৬ বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব ও উত্তর সিটি রিপোর্টার্স ক্লাবের যৌথ উদ্যেগে মৌসুমি ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে বাউপাড়া বিটে ১৫ শতাংশ জমি পুনরায় যবর দখল। শুভ উদ্বোধন হলো ২২ নং ওয়ার্ড উলামা ঐক্য পরিষদ। বেকারত্ব দূরীকরনে কর্মসংস্থান নিয়ে কাজ করছে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন। সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

তাকওয়ার পুরস্কার দুনিয়াতে দশটি ও আখেরাতে দশটি।

হাফেজ মাওঃ সাইফুল্লা শামসী, ইমাম, মদীনা মুনাওয়ারা কেন্দুীয় জামে মসজীদ রাজেন্দ্রপুর চৌরাস্তা

১//তাকওয়ার ফলে মানুষের জটিল বিষয়গুলো সহজ হয়ে যায়। আল্লাহ বলেন: وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا

‘আল্লাহকে ভয় করে তাকওয়া অনুসরণ করলে আল্লাহ বান্দার বিভিন্ন বিষয়গুলো সহজ করে দেবেন।’ (সূরা তালাক: ৪)

এর ফলে সঠিক পথে চলতে বান্দার কোন কষ্ট হবে না।

২//
আসমান ও যমীনের বরকতের দরজা খুলে যায়। আল্লাহ বলেন: ২-

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ )

السَّمَاءِ وَالْأَرْضِ –

‘জনপদবাসীরা ঈমান ও তাকওয়ার অনুসরণ করলে, আমরা তাদের জন্য আসমান ও যমীনের বরকতসমূহ উন্মুক্ত করে দেবো।’ (সূরা আরাফ: ৯৬)

ফলে বান্দার আর সমস্যা থাকবে না।

৩//

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَتَّقُوا اللَّهَ يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
বাংলা অনুবাদঃ হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাক, তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান।
(সূরাঃ আল-আনফাল, আয়াতঃ ২৯)

৪//
সংকট থেকে উদ্ধার এবং অভাবিত রিযক দান করবেন। তিনি বলেনঃ
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لا يَحْتَسِبُ –

1 ‘যে আল্লাহকে ভয় করে তাকওয়া অনুসরণ করে, আল্লাহ তাকে সংকট থেকে উদ্ধার করবেন এবং তাকে অভাবিত রিযক দান করবেন।’ (সূরা তালাক: ২০)
বিপদ মুক্তি ও প্রশস্ত রিযক বিরাট নেয়ামত।

৫//
আল্লাহর ভালবাসা লাভ করা যায়। আল্লাহ বলেন:

. فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ –

ভালবাসেন।’ (সূরা আলে ইমরান: ৭৬) ‘আর নিশ্চয়ই আল্লাহ মোত্তাকীদেরকে

এটা তাকওয়ার মহান সাফল্য।

৬//
আল্লাহর সাহচর্য লাভ করা যায়। কোরআনে আল্লাহ বলেন:

وَاتَّقُو اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللهَ مَعَ الْمُتَّقِينَ .

এবং আল্লাহ কে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ সেইসব মোত্তাকীদের সাথে আছেন।’ (সূরা বাকারা: ১৯৪)

আল্লাহু আকবার, আল্লাহর সাহায্য, হেফাজত ও নিরাপত্তা লাভ করা কত বিরাট সৌভাগ্য!

৭//
মোত্তাকীর আমল কবুল হয়। তিনি বলেন:

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ –

মুত্তাকিদের পক্ষ থেকে দোয়া কবুল করেন।’ (সূরা মায়েদা: ৫৭)

আমল কবুল না হলে সর্বনাশ। কিন্তু মোত্তাকীর এটা সৌভাগ্য।

৮//. তাকওয়া উত্তম সম্বল। আল্লাহ বলেন:
-وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التقوي

‘তোমরা সম্বল সংগ্রহ কর। তবে তাকওয়াই হলো উত্তম সম্বল।’ (সূরা বাকারা: ১৯৭)

৯//. মোত্তাকী আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত। আল্লাহ বলেন:

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ –

‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত যে অধিকতর তাকওয়ার অনুসারী।’ (সূরা হুজুরাত: ১৩)

মোমেনের এর চাইতে বড় চাওয়া-পাওয়া আর কি হতে পারে?

১০//. তাকওয়ার অনুসারীরা দুনিয়া ও আখেরাতে খোশ খবর লাভ করে। এর মধ্যে দুনিয়ায় স্বপ্ন কিংবা মানুষের ভালবাসা ও প্রশংসা অন্যতম। আল্লাহ বলেন:

الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُوْنَ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَوةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ –

‘যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে সুসংবাদ।’ (সূরা ইউনুস: ৬৩-৬৪)

*****————*******
তাকওয়ার পরকালীন ফায়দা

তাকওয়ার মাধ্যমে পরকালে জান্নাত, মুক্তি, সম্মান, মর্যাদা ও বহু নেয়ামত লাভের সৌভাগ্য হবে। এখন আমরা এ বিষয়ে স্বয়ং আল্লাহর বাণী ও প্রতিশ্রুতিগুলো উল্লেখ করবো।

১. তাকওয়ার ফল হবে জান্নাত লাভ। তিনি বলেন:

وَسَارِعُوا إِلى مَغْفِرَةٍ مِّنْ رَبِّكُمْ وَجَنَّتٍ عَرْضُهَا السَّمَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ –

‘তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুতগামী হও, যার প্রশস্ততা হলো আসমান-যমীনের সমান; এটা মোত্তাকীদের জন্য তৈরি করা হয়েছে।’ (সূরা আলে এমরান: ১৩৩)

২. মোত্তাকীরা নহর প্রবাহিত জান্নাতে বাস করবে। তিনি বলেন: لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ –

‘যারা তাকওয়ার অনুসরণ করে তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে জান্নাত- যার পাশ দিয়ে নহর প্রবাহিত হবে।’ (সূরা আলে এমরান: ১৫)

৩. মোত্তাকীদেরকে দলে দলে বেহেশতে নেয়া হবে। আল্লাহ বলেন:

وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا –

‘যারা তাদের পালনকর্তাকে ভয় করতো তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে।’ (সূরা আয-যুমার: ৭৩)

দলে দলে মিছিলের মতো জান্নাতে যাওয়ার আলাদা আনন্দ রয়েছে।

৪. মোত্তাকীরা আল্লাহর প্রতিনিধি দলের মর্যাদা লাভ করবে। তিনি বলেন:

يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِينَ إِلَى الرَّحْمَنِ وَقَدَ .

‘সেদিন মোত্তাকীদেরকে দয়ালু আল্লাহর প্রতিনিধি হিসাবে উঠানো হবে।’ (সূরা মরিয়ম: ৮৫)

৫. মোত্তাকীদের জন্য জান্নাতে কক্ষের উপর কক্ষ অর্থাৎ বহুতল ভবন দেয়া হবে।

আল্লাহ বলেন:

لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ .

‘যারা নিজেদের পালনকর্তাকে ভয় করে তাকওয়া অর্জন করেছে, তাদের জন্য রয়েছে কক্ষের উপর নির্মিত কক্ষ।’ (সূরা আয-যুমার: ২০)

৬. মোত্তাকীদের জন্য আল্লাহর কাছে রয়েছে সত্যের আসন। তিনি বলেন:

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّتٍ وَنَهْرٍ فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكَ مُقْتَدِرٍ.

‘মোত্তাকীরা থাকবে জান্নাত ও নহরে, সত্যের আসনে, সর্বাধিপতি শাহানশাহের

সান্নিধ্যে।’ (সূরা কামার: ৫৪-৫৫)

৭. মোত্তাকীদেরকে বেহেশতের আয়তলোচনা হুরদের সাথে বিয়ে দেয়া হবে। এ

মর্মে তিনি বলেন:

كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُوْرٍ عَيْنٍ –

‘এরূপই এবং আমি তাদেরকে বড় চক্ষুবিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেবো।’ (সূরা

দোখান: ৫৪)

৮. আল্লাহ মোত্তাকীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তিনি বলেন:

ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقُوا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًا .

‘আখেরাতে পৌঁছার পর আমি মোত্তাকীদেরকে উদ্ধার করবো এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেবো।’ (সূরা মরিয়ম : ৭২)

৯. মোত্তাকীরাই হবে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ বলেন:

تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا –

‘আমার মোত্তাকী লোকদেরকেই আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো।’ (সূরা মরিয়ম: ৬৩)

১০. মোত্তাকীদের জন্য প্রতিশ্রুত জান্নাতে পরিষ্কার ও সুপেয় পানি, অবিকৃত স্বাদের দুধ, স্বাদের শরাব এবং স্বচ্ছ মধু এই চার ধরনের নহর প্রবাহিত হবে। আল্লাহ বলেন:

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى ۖ وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ
বাংলা অনুবাদঃ পরহেযগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে, তার অবস্থা নিম্নরূপঃ তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর যারা স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্যে সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। তথায় তাদের জন্যে আছে রকমারি ফল-মূল ও তাদের পালনকর্তার ক্ষমা।

পরহেযগাররা কি তাদের সমান, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি অতঃপর তা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে?
(সূরাঃ মুহাম্মদ, আয়াতঃ ১৫)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost