গাজীপুর থেকে / নিজস্ব প্রতিবেদক: আলীহোসেন
গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তায় এক ইজিবাইক চালককে গ্লোবাল ফ্যাশন লিমিটেড এর কিছু শ্রমিক এলোপাথাড়ি ঘুশি লাথি মারে এতে করে ইজিবাইক চালক আহত হয়ে পরে চালকে চিকিৎসার জন্য দ্রুত শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতর নাম মোঃ সেলিম (৫০) গ্রাম পাঁচ কাহনিয়া থানা -নকলা জেলা -শেরপুর
আহত চালকের সাথে কথা বলে জানা যায় তাদের লাইনে আমাদের ইজি বাইক নিয়ে যাএীর জন্য অপেক্ষা করা কালে গ্লোবাল ফ্যাশেন লিঃ এর অজ্ঞাতনামা ১০/১৫ জন শ্রমিক আফজাল নামের এক ডাইভার কে মারতে ছিলো তখন সে তাকে ফিরানোর জন্য যায় তার পর তারা মোবাইলে ফোন করে লোক জন নিয়ে আসে এবং সন্ত্রাসীর মত আক্রমণ করে এবং তাকে উঠিয়ে নিয়ে যেতে চায় তার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।