রাজু আহাম্মেদ গাজীপুর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ডের ইসলামপুর ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় – পবিত্র কোরআন খতম, দুস্থ-এতিমদের আপ্যায়ন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি, জনাব আতাউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম। এতে মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিমসহ, “বাংলাদেশী জাতীয়তাবাদ” আদর্শে বিশ্বাসী বিভিন্ন সহযোগী – অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট নাগরিকরা এতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, প্রখ্যাত চিকিৎসক ডাঃ মাজহারুল আলম বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, ইসলাম এবং সংস্কারের এক বলিষ্ঠ প্রবক্তা। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং দূরদর্শিতার ফলেই জাতি একটি সুসংগঠিত রাষ্ট্রের দিকে এগিয়ে যায়।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান ইতিহাসে অমলিন। স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান ছিল যুগান্তকারী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও সকল দেশপ্রেমিক নাগরিকের জন্য অনুপ্রেরণা।”
সভায় অন্যান্য বক্তারাও শহীদ জিয়ার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রের ধারা এখনো বাংলাদেশে রাজনৈতিক সচেতনতার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ইসলামিক মূল্যবোধ রক্ষায় তাঁর উদ্যোগ এবং রাষ্ট্র পরিচালনায় সংস্কারের পদক্ষেপগুলো আজও প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম, গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি – ইন্জিঃ মোঃ আজহারুল ইসলাম খন্দকার , গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ন সম্পাদক- মাফিকুর রহমান সেলিম, গাছা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক- আলম মাষ্টার, গাজীপুর সিটি কলেজের সহকারী অধ্যাপক -মোঃ শরিফুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ নাজমুল আলম মন্ডল,
১৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ১৪নং ওয়ার্ড যুবদল মোঃ সারোয়ার হোসন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক – ইঞ্জিনিয়ার নুরুল হক, মোঃ তৌহিদুল ইসলাম প্রিয় সহ-সাধারণ সম্পাদক ১৪নং ওয়ার্ড যুবদল,
মোঃ আশরাফুল ইসলাম পাভেল সাবেক যুগ্ন আহবায়ক বাসন থানা(সেচ্ছাসেবক দল), মোঃ মাসুদ আলম রনি
সিঃ সহ-সভাপতি (ছাত্রদল ১৪নং ওয়ার্ড), মোঃ জুয়েল রানা আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর ( কৃষক দল), মোঃ নাজমুল হোসেন আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর ( কৃষক দল), নাজমুল হাসান শান্ত, সেচ্ছাসেবক দল (১৪ নং ওয়ার্ড), জহিরুল ইসলাম (১৪নং ওয়ার্ড যুবদল, গাজীপুর মহানগর )
গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা – মোঃ আমিনুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক – মোঃ নজরুল ইসলাম,১৪ নং ওয়ার্ড বিএনপির রনি মন্ডল, ৩৬ নং ওয়ার্ডের শ্রমিকদল নেতা আকবর হোসেন, আব্দুল জলিল মন্ডলসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রখ্যাত মাওলানা আব্দুল রাকিব।