সুজাতা শান্তা : দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। স্বদেশ হলো কারও জন্মভূমি বা মাতৃভূমি। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা,জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা,দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা,দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশকে ভালোবাসা যায়। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়,সেখানে আলো বাতাস গ্রহণ করে, সেখানে ফল ফসল, খাদ্য পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়।সেখানকার পরিবেশ, পাহাড়, পর্বত, সাগর নদী, আবহাওয়া, ঋতুবৈচিএ্য দেখে সে বড় হয়। দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করাও স্বদেশপ্রেমের পরিচায়ক। আমরা আমাদের দেশকে ভালোবাসব। নিজেকে শিক্ষা দীক্ষা ও গুণে সুন্দর ও যোগ্য করে তুলব।অত:পর দেশের উন্নতির জন্য একযোগে কাজ করবো। দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। আল্লাহ তায়ালা পরকালে দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন। একটি হাদিসে রাসুলুল্লাহ ( স,) বলেছেন, দেশরক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যেকার সবকিছু থেকে উত্তম।( তিরমিযি) দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হতে দেব না। দেশের সম্পদ যথাযথভাবে ব্যাবহার করব। অপচয়, অপব্যায় ও বিনষ্ট করব না। দেশের প্রয়োজনে নিজ প্রাণ উৎসর্গ করতে ও দ্বিধা বোধ করব না। স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতি বিষয়। এটি প্রকাশ্যে দেখা যায় না। নিজের কাজ ও সেবার দ্বারা এ ভালোবাসা প্রকাশ করতে হয়। কোনো কারণে দেশ ছেড়ে বাইরে গেলেও দেশপ্রেমের এ অনুভূতি হ্রাস পায় না। বরং স্বদেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সর্বক্ষণই মানবমনকে আচ্ছন্ন করে রাখে। স্বদেশ ও জন্মভূমির প্রতি আকর্ষণই স্বদেশপ্রেম আমরা যারা প্রবাসী তারা প্রত্যকেই নিজের জন্মভূমিকে ভালোবাসি। নজরুল বেপারী, চেয়ারম্যান ওয়ার্ড বাংলা টিভি ও ব্যাপারী কনট্রাশন ইটালি প্রবাসী।